এম. বশির উল্লাহ, মহেশখালী:
মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বহুল পরিচিত বাকপ্রতিবন্ধী নুরুল অামিন (১৩) প্রকাশ বোগা অামিন ২দিন ধরে নিখোজ রয়েছে। পারিবারিক সুত্রে জানাযায়,বোগা নুরুল অামিন ১৮ সেপ্টম্বর সোমবার দুপুর ১টায় বড় মহেশখালী ছোট কুলাল পাড়াস্থ বাবার বাড়ি থেকে বাহির হয়ে অার ফিরেছিস অাসেনি। নিখোজ থাকার কারনে সম্ভাব্য সকল স্থানে খোজ নেওয়ার পর কোথাও সন্ধান না পাওয়ায় ২০সেপ্টম্বর সমগ্র মহেশখালীতে মাইকিং করে বোগা অামিনের সন্ধান পাওয়া যায়নি। নিখোজ বোগা নুরুল অামিন বড় মহেশখালীর ছোট কুলাল পাড়া গ্রামের পিতা কামাল উদ্দিন ও মাতা পারভিন অাকতারের পুত্র। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে সবুজ রং হাপ গেন্জী,জিন্সের পুল প্যন্ট রয়েছে। অাংশিক হাবা বোবা ভাবে কথা বলার চেষ্টা করে। কোন সুহ্নদয় ব্যক্তি সন্ধান পেলে নিন্মের মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুনোধ জানিয়েছেন।০১৮৫৮৩৪৪৫৮৪, —–০১৮৩৮৬৩১২৬২ তার বাবা কামাল উদ্দিন ও ভাই নুরুল অাবছার।
বিষয়টি শেয়ার করার অনুরোধ করছি আপনার একটি শেয়ারের কারনে ছেলেটি ফিরে ও আসতে পারে তার মায়ের কুলে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।