শাহেদ মিজান, সিবিএন:

মহেশখালীতে মেহেদি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে এক যুবক খুন হয়েছে। ২০ শে সেপ্টম্বর বুধবার রাত ১০টার  উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহীর পাড়া গ্রামে সময় ঘটনাটি ঘটেছে। 

এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, স্থানীয় শফিউল অালম এর ছেলে ওসমানগনী বিয়ে উপলক্ষে বাড়ীর ছাদের উপর অনুষ্টান চলছিল। রাত অনুমান ১০ টার সময় হটাৎ গুলির শব্দ শুনে লোকজন দিকবেদিক ছুটতে থাকে। এসময় স্থানীয় অাব্দুশুক্কুরের ছেলে সোনা মিয়া (১৮) নামের ১ যুবক গুলিবিদ্ধি হলে তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সোনামিয়া একজন কৃষক বলে যানা গেছে। পুলিশের এস অাই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হমেক হাসপাতালে প্রেরন করে।
মহেশখালী থানা ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঘটনার পর ঐ এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। ঘটনা উদঘাটন ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় চান্চ্যলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় অপর একটি সুত্রে জানা গেছে, মেহেদি অনুষ্টানে গানের আসরকে কেন্দ্র হত্যাকান্ড সংগঠিত হয়েছে। তবে সিপাহির পাড়াও দেভাঙ্গাপাড়ায় বেশ কিছু দাগী সন্ত্রাসীদের আস্তানা বলে স্থানীয়দের ধারনা।