সিবিএন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ১১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাকঢালায় এ দুর্ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা সবাই বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের হয়ে ত্রাণ বিতরণে যাচ্ছিল। তবে, তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকা চাকঢালায় যাচ্ছিল ট্রাকটি। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।
এদিকে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন পুলিশ, স্থানীয় এবং দমকলবাহিনীর সদস্যরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।