প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার ঝিলংজা থেকে ছৈয়দুল হক ( ১২) নামে হেফজখানা ছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পরও হদিস মেলেনি। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ প্রায় পিতা-মাতা। নিখোঁজ হওয়া ছৈয়দুল হক ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজি পাড়ার বাসিন্দা ছৈয়দ নুর এর ছেলে। নিখোঁজ সন্তানকে ফিরে না পাওয়ায় কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজ ডায়রী লিপিবদ্ধ করেছেন নিখোঁজ সন্তানের বাবা ছৈয়দ নুর। যার ডায়রী নং-৯৬২ তাং-১৯/০৯/২০১৭।
নিখোঁজের বাবা বলেন, গত ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে ঝিলংজা বাড়ি থেকে খেলাধুলার উদ্দেশ্যে বের হওয়ার পর এখনো বাড়ি ফিরে আসেনি। প্রায়ই ৫দিন ধরে তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে পিতা-মাতা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি পরেও পুত্রকে পাওয়া যায়নি। নিখোঁজের পরনে ছিল কালো শার্ট ও লুঙ্গি, গায়ের রং শ্যামলা, লম্বা ৪ ফুট ১০ ইঞ্চি। কোন সুহৃদয়বান ব্যক্তি নিখোঁজ ছৈয়দুল হকের সন্ধান পেয়ে থাকলে ০১৮৫১-৬৩৯৫৩৮ নম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।