ইফতেকার শাহজীদ রোকন , কুতুবদিয়া :
পুলিশের বিশেষ অভিযানে কুতুবদিয়া থানার তালিকাভূক্ত কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ আবদুল্লাহ (৪২) প্রকাশ মিন্টু (৩৫) কে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় ওসি দিদারুল ফেরদাউসের নির্দেশে এ.এস.আই আরিফ ও এ.এস.আই সজল দাশের নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল অভিযান চালিয়ে লেমশীখালী ইউনিয়নের আনু বাপের পাড়াস্থ তার নিজ বাড়ী থেকে আটক করে। মিন্টুর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ডাকাতি ও অস্ত্র মামলাসহ অর্ধ ডজন মামলা রয়েছে।
এছাড়া একই রাতে লেমশীখালী ইউনিয়নের এ হক জাকের হোসেনের ছেলে ডাকাতি মামলার আসামী মোঃ মানিক (১৭) কে এলাকাবাসী ধরে পুলিশকে সৌপর্দ করেছে বলে (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
উপকূলের দুর্ধর্ষ জলদস্যু স¤্রাট ছালে আহমদ গত ১৯ সেপ্টেম্বর দুপুরে আটক হওয়ার পর পুলিশের নিকট দেয়া তথ্য মতে ওই রাতেই মিন্টুকে আটক করে পুলিশ। জানা গেছে, পুলিশের নিকট শীর্ষ দুই জলদস্যু আটক হওয়ার পর দ্বীপের অনেক রাগব বোয়াল গাঁ ঢাকা দিয়েছে।
২০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর কবিরের আদালতে জলদস্যু ছালে আহমদ, মিন্টু ও মানিককে হাজির করা হলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।