শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর:
অর্থের কাছে কি হেরে যাবে টগবগে এ যুবকটি ? মানুষ যদি মানুষের জন্য হয় কেন এ যুবক হেরে যাবে এ প্রশ্ন সচেতন মহলের। ছবির যুবকটি মাসুদ পারভেজ তার গ্রামের বাড়ি কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার মৃত ছৈয়দ আলমের পুত্র।এই অসহায় মাসুদ দীর্ঘদিন ছাত্র – যুব রাজনীতি করেছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কে বুকে ধারন করে দায়িত্ব পালন করেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের দুইবার সভাপতির। বর্তমানে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে,মাসুদ দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে পরিবারের যা ছিল সহায় সম্বল বিক্রি করে চিকিৎসার কাজে ব্যয় করেছে।এই এতিম ছেলেটার আত্বীয় স্বজনরাও যা পারে দিয়েছে।এখন কক্সবাজার সদর হাসপাতালে ৫০৬ নং কেবিনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দিয়েছে তাকে বাঁচিয়ে রাখতে শরীরে কয়েকটি অপরেশন প্রয়োজন। যার জন্য রেফার করেছে ঢাকা বারডেম হাসপাতালে অর্থের অভাবে যেতে পারছেনা উন্নত চিকিৎসার জন্য।
তার চিকিৎসার জন্য ৪/৫ লক্ষ টাকা লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। এত টাকা মাসুদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। যা ছিল সবটুকু শেষ।মাসুদ সারাজীবন মানুষের কল্যানে কাটিয়েছে মুল্যবান সময় টুকু। এলাকাবাসী ও দলীয় শুভানুধ্যায়ীদের মতে এত অল্প বয়সে চলে যাবে মাসুদ? আমরা কি পারি না তার জন্য অর্থের হাত বাড়াতে? জীবন রক্ষা করার মালিক আল্লাহ আমরা যদি তার জন্য দোয়া ও অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি কিছুটা হলেও বাঁচার সম্ভবনা বেশি।ফুটফুটে সন্তানের জনক, নববধু নিয়ে খুব টেনশনে রয়েছে তার স্বজনরা। একজন দলীয় নেতাকে হারানোর চিন্তায় হাজার হাজার নেতাকর্মী। ভূপেন হাজারীকার ” মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য – একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু।দলবল নির্বিশেষে একজন মা- বাবা হারানো এতিম যুবকের জন্য সাহায্যের হাত বাঁড়ায়।আসুন মানবতার জন্য হাত বাঁড়ায়।আপনার সামান্য সহযোগীতায় বাঁচতে পারে একজন যুবক, একজন পুত্র সন্তানের জনক, একজন নববধূর স্বামী।

সাহায্য পাঠাতে পারেন
মাসুদ পারভেজের ভগ্নিপতি
নুরুল হুদা মেহেদি
০১৭১৫-৩০৭২৬২
অথবা ইফতেখার উদ্দীন পুতু – সভাপতি- ০১৮১৪১৮২৮৫৪,
রাজিবুল হক চৌধুরী রিকো সম্পাদক- ০১৮১৩৭৮১১৩৭।
কক্সবাজার সদর উপজেলা যুবলীগ।