প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সিকদার পাড়া নিবাসী প্রখ্যাত জমিদার মরহুম জালাল আহমদ সিকদারের সুযোগ্য সন্তান নাইক্ষ্যংছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম গিয়াস উদ্দিন মাষ্টারের ছোট ভাই ইখতিয়ার উদ্দিন মিনু’র নামাজে জানাজা মঙ্গলবার জোহরের নামাজের পর সিকদার পাড়া জামে মসজিদের মাঠে সম্পন্ন হয়েছে। জানাজা ময়দানে শোকার্ত মানুষের ঢল নামে।
এসময় রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল হালিম, আবুল বশর মেম্বার, মরহুমের বড় ভাই গর্জনিয়া আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সিকদার, সাহাব উদ্দিন, গর্জনিয়া আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ সিকদার, সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ চৌধুরী, বজল আহমদ সিকদার, আমানুল হক সিকদার, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু মূছা কুতুবী, ইউসুফ সিকদার, আলা উদ্দিন সিকদার, সৌদি প্রবাসী সংগীত শিল্পী ইস্কান্দার মির্জা, গর্জনিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব সিকদার, কাশেম সিকদার, ইমদাদুল সিকদার, মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, মরহুমের ভাগিনা সাংবাদিক খালেদ হোসেন টাপু, জুয়েল সিকদার, গর্জনিয়া যুবলীগের সভাপতি হাফেজ আহমদ, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সাদেক, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন, রামু উপজেলা সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ, মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন সিকদার প্রমুখ। জানাযায় ইমামতি করেন সিকদার পাড়া আমির আলী চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর। জানাযা শেষে আমির আলী চৌধুরী জামে মসজিদের কবর স্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় আলেম ওলামা, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, গন্যমান্যব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সোমবার রাত ১০ টা ৩০ মিনিটে গর্জনিয়া সিকদার পাড়া নিবাসী প্রখ্যাত জমিদার মরহুম জালাল আহমদ সিকদারের সুযোগ্য সন্তান ইখতিয়ার উদ্দিন মিনু (৫২) চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ টিবি রোগে ভুগছিলেন। তাঁর ইন্তেকালে সমগ্র গর্জনিয়ায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-পরিজন রেখে গেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।