ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় সেনাবাহিনীর গাড়ীচাপায় রেজাউল করিম প্রকাশ বান্ডু (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেকুয়া সদর ইউনিয়নের মাতব্বর পাড়া এলাকার মৃত রশিদ আহমদের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) রাত আটটার দিকে নিহতের বাড়ীর অদূরে বরইতলি-মগনামা সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নুর ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও একই এলাকার বাসিন্দা মৃত নাগু মিয়ার ছেলে আবছার উদ্দিন এবং মৃত এজাহার মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িবহর চকরিয়া অভিমুখে যাচ্ছিল। গাড়িবহরটি পেকুয়া সদরের মাতব্বর পাড়া মোড় (টার্নিং) পার হওয়ার সময় রেজাউল করিম প্রকাশ বান্ডুকে চাপা দেয়।
এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কার গাড়ীতে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।