চকরিয়া সংবাদদাতা:
চকরিয়ায় পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউসুপ জয় এর উপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামসহ ৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আহত জয়ের ছোট ভাই মোজাম্মেল হক বাদি হয়ে ১৮ সেপ্টেম্বর উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।
গত ১২ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা আবু ইউসুপ জয় বানিয়াছড়া স্টেশন থেকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পূর্ব থেকে উৎপেতে থাকা ছাত্রলীগের সভাপতি আরিফ ও সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন হাসান মজনু সহ ১০-১২ সন্ত্রাসী তাকে অপহরণ করে চকরিয়া সরকারি কলেজের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ছাত্রলীগ নেতা জয়কে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনভাবে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ১৮ সেপ্টেম্বর জয়ের ছোট ভাই মোজাম্মেল হক বাদি হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ছাত্রলীগ নেতা আরিফ সহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।