বলরাম দাশ অনুপম :
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার।

সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেন-দুর্গোৎসবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা প্রদান করা হবে।

তিনি বলেন-পূজাকে শান্তিপূর্ণ করতে যত কঠোর হতে হয় পুলিশ ততই কঠোর হবে। পাশাপাশি তিনি পূজোর পবিত্রতা যাতে নষ্ট না হয় সেজন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান। পাশাপাশি মাদক বিক্রি, ইভটিজিং, ছিনতাই’র ঘটনা প্রতিরোধে পূজোর আগে থেকে পুলিশী টহল জোরদার করারও আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, রাজ বিহারী দাশ, কর্মকর্তা এডভোকেট প্রতিভা দাশ, কক্সবাজার পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, সদর উপজেলার সভাপতি দীপক দাশ, রামু উপজেলার সভাপতি তপন মল্লিক, চকরিয়া উপজেলার সভাপতি তপন দাশ, টেকনাফ উপজেলার সভাপতি শিবুপদ ভট্টাচার্য্য, উখিয়া উপজেলার সভাপতি স্বপন শর্মা রনি, পেকুয়া উপজেলার সভাপতি সুমন বিশ্বাস, কুতুবদিয়া উপজেলার সভাপতি অধ্যাপক সমীর কান্তি দাশ, মহেশখালী উপজেলার সাধারণ সম্পাদক প্রণব দে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।