ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় গাজা বিক্রির দায়ে আছিয়া খাতুন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আছিয়া খাতুন উপজেলার শীলখালী ইউনিয়নের কসাইপাড়া এলাকার মোঃ ফিরোজের স্ত্রী।
সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল করিমের আদালত তাকে এই সাজা দেন।
আদালত সূত্র জানায়, একইদিন (সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) সংকলন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে ৮পুরিয়া গাঁজাসহ আটক করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।