সেলিম উদ্দীন, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মমতাজ মিয়া সিকদার ইন্তেকাল করেছেন ইন্নালি…..রাজেউন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় কক্সবাজারের সিকদার মহলস্থ নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের মরহুম হাজী ওয়াহেদ আলী সিকদারের পুত্র। তিনি ১০ পুত্র, ৬ কন্যা সন্তানের জনক ছিলেন। আজ বাদে জোহর মরহুমের প্রথম জানাযা কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে ও দ্বিতীয় জানাযা বাদে মাগরিব পূর্ব গোমাতলী মসজিদ প্রাঙনে অনুষ্টিত বলে নিশ্চিত করেছেন মরহুমের পুত্র মোহাম্মদ ছৈয়দ।
তার মুত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সভাপতি সেলিম উদ্দীন, সম্পাদক মুসলেম উদ্দীন। তারা মরহুমের আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।