শাহীনশাহ, টেকানাফ :
উখিয়া-টেকনাফে নিপীড়িত রোহিঙ্গাদের সহযোগিতার সহায়তা করার জন্য বুথ করেছে আওয়ামীলীগ। মানবতার সেবায় রোহিঙ্গাদের পাশে জননেত্রী শেখ হাসিনা এ স্লোগানকে সামনে রেখে এসব বুথ করা হয়। ১৫ সেপ্টেম্বর বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং, থাইংখালী ও টেকনাফ উপজেলার উনচিপ্রাং বুথ পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগ। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি এড সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবর রহমান চেয়ারম্যান, সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুবুর রহমান, সদস্য যথাক্রমে বদরুল হাসান মিল্কি, শামীমুর রহমান, সোনা আলী, টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক নুরুল বশর, কৃষি ও সমবায় সম্পাদক ও হোয়াইকং ইউনিয়ন আহ্বায়ক হারুনর রশিদ সিকদার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ফদিুল আলম, সদস্য আজিজুল হক, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফরিদুল আলম জুয়েল, আওয়ামীলীগ নেতা নুরতাজুল মোস্তফা শাহীনশাহ, আজিজুর রহমান, নুরুল ইসলাম লালু, আলী আজগর লালু, আবু তাহের, শ্রমীক লীগ নেতা আব্দুল খলিল চৌধুরী। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক বলেন, মানবতার সেবায় আওয়ামীলীগ সবসময় এগিয়ে। এ সেবায় আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে থাকবে। পাশাপাশি মানবতার জননী ও জননেত্রী শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্বের ইতিহাসে বিরল। তাই এ রোহিঙ্গারা সম সাময়িক যতদিন অবস্থান করবেন তাঁদের সহায়তার জন্য আওয়ামলীরেগ বুথ স্থাপন করা হয়েছে বলে জানান তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।