অনলাইন ডেস্ক :
রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণে বাধা দেওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়াপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজের টুইটার অ্যাকাউন্টে এ নিন্দা জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘দেশছাড়া রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণে সরকারের বাধা রাষ্ট্রীয় ক্ষমতার স্বার্থান্ধ অপব্যবহার। আমি এর তীব্র নিন্দা জানাই।’ এ সময় তিনি ‘BNPforRohingya’ হ্যাশট্যাগ ব্যবহার করেন।
বুধবার মির্জা আব্বাসের নেতৃত্বে ২২টি ত্রাণের ট্রাক রোহিঙ্গাদের সাহায্যের জন্য কক্সবাজারে যায়, কিন্তু পুলিশ সেই বহর আটকে দেয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমনপীড়নের মুখে চার লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়িয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকারসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান তাদের সহায়তায় ত্রাণ নিয়ে যাচ্ছে কক্সবাজারের আশ্রয় কেন্দ্রগুলোতে।
– পূর্বপশ্চিম