এস. এম. তারেক, ঈদগাঁও:
কক্সবাজার সদরের জালালাবাদে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত যুবকের নাম শামশুল আলম (৪২) প্রকাশ- পাকিস্থানী নামে এক
যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন। আহতদের হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া গ্রামের জহির আহমদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জমি রিবোধ ও এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানায়।
নিহত শামশুল আলম ওই এলাকার মৃত ইলিয়াছের পুত্র।
আহত ব্যক্তির নাম নুরুল হক (৪৫) একই এলাকার গোরা মিয়ার পুত্র। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয় আবদুর রহমানের ছেলে নুরুল আবছারের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৬/৭ জন ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে শামশুল আলমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।এ সময় তার পাশে থাকা নুরুল হক এগিয়ে গেলে দুবৃর্ত্তরা তাকেও ছুরিকাঘাত করে।
আহতদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুবৃর্ত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার শামশুল আলমকে মৃত ঘোষনা করে।
ওয়ার্ড মেম্বার মোঃ মোফাচ্ছেল এবং ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ( তদন্ত ) মোঃ খায়রুজ্জামান ঘটনা সত্য বলে জানান।
তিনি আরো জানান, ঘটনার পরপরই এসআই দেবাশীষ সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। অপরদিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত শামশুল আলমের লাশ জেলা সদর মর্গে পড়েছিল।