আতিকুর রহমান মানিক:
কক্সবাজারে যৌথ অভিযানে একলক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড কর্মকর্তারা উক্ত অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, কক্সবাজার শহর সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে নিয়মিত তল্লাশীর সময় বাঁকখালী নদী মোহনা থেকে উপরোক্ত জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পরে পুড়িয়ে নষ্ট করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আবদুল আলীম জানান, সমুদ্রের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।