নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বর্বর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ১৮’শ রোহিঙ্গা পরিবারকে
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের অর্থায়নে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উখিয়ায়এসব খাবার বিতরণ করা হয়।
জানা যায়, বালুখালীতে আশ্রয় নেয়া দু’হাজার রোহিঙ্গা এবং কুতুপালংয়ে আশ্রয় নেয়া ২২’শ রোহিঙ্গার মাঝে খাবার বিতরণ করা হয়। খাবারগুলো উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মো. নোমানে তত্ত্বাবধানে খাবারগুলো বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আমানত উল্লাহ শাকিব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম আজাদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাজীব হাসান, ইকবাল ফরহাদ নিলয়, জালিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আবছার নান্নু প্রমুখ।