হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের নাফনদীতে আবারও রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। পৃথক স্থান ও সময়ে ২টি রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় ৪ জন রোহিঙ্গার মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নাফ নদীর সাবরাং ঝিনাপাড়া ও শাহপরীরদ্বীপ পয়েন্ট দিয়ে এসব মৃত দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত দেহের মধ্যে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া পয়েন্টে মা ও শিশু এবং টেকনাফে সাবরাং ঝিনাপাড়া পয়েন্টে ১ জন পুরুষ এবং ১ শিশুর লাশ।
এদিকে বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বেলা ১১টার সময় শাহপরীরদ্বীপ মোহনায় আরও একটি রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩ জন জীবিত এবং ২ জনের লাশ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশু।
কোস্ট গার্ড শাহপরীরদ্বীপ ষ্টেশন ইনচার্জ মোস্তফা কামাল বলেন ‘নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে’। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান জানান, বৃস্পতিবার সকালে সাবরাং নাফ নদী ও শাহপরীরদ্বীপ পশ্চিম পয়েন্ট দিয়ে ৪ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাগণ জানান উদ্ধার হওয়া মৃত দেহ গুলো মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের লাশ। যথাযথ মর্যদায় এসব মৃত দেহ গুলো স্ব স্ব এলাকায় দাফন করা হয়েছে। তবে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৃথক ২টি রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় কত জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঘন ঘন নৌকা ডুবির ঘটনায় ব্যাপক হতাহতের পরও রোহিঙ্গা অনুপ্রবেশে দালালদের তৎপরতা বন্দ হয়নি। বরং শাহপরীরদ্বীপে বেড়েই চলছে। টাকার লোভে দালালরা রীতিমত প্রতিযোগিতায় নেমেছে বলে অভিযোগ উঠেছে।