রামু সমিতি, ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামি ১৫ সেপ্টেম্বর ঢাকা বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস হলে বিকাল ৪টা ৩০ মিনিট হতে। একই দিন রামু সমিতি সংবর্ধিত করবে রামু সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত সচিব হেলালুদ্দিন আহমদকে।
উক্ত অনুষ্ঠানে ঢাকাস্থ রামুবাসী ছাড়াও কক্সবাজার তথা দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে অনুষ্ঠান পূর্ববর্তী প্রস্তুতি সম্ভা অনুষ্ঠিত হয়েছে গত ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শিক্ষক লাউঞ্জে।
রামু সমিতির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন শর্মার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামি ১৫ সেপ্টেম্বরের ঈদ পুনর্মিলনী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদের সংবর্ধনার প্রস্তুতি আলোকপাত করা হয়। প্রস্তুতি প্রতিবেদন তুলে ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। ঈদের পরদিন রামুতে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সংগে মতবিনিময় সভার প্রতিবেদন তুলে ধরেণ প্রচার,প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম। সাম্প্রতিক মায়ানমারে নিপীড়িত রোহিংগাদের প্রতি মানবিক আচরণ করার অনুরোধ জানিয়েছেন রামু সমিতি।
আগামি পনের তারিখের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে সকল আজীবন সদস্যবৃন্দকে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি সাইমুল আলম চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য আব্দুল হাকিম, হাসনা হেনা লিলি, এডভোকেট রাবেয়া বেগম, মান্নান ভুইঞা, নিউটন শর্মা, নুপুর শর্মা, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন ব্যস্ত ঢাকা শহরের কোলাহল ছেড়ে ক্ষণিকের আড্ডায় রামু তথা কক্সবাজারবাসী একত্রিত হবেন ১৫ সেপ্টেম্বর অপরাহ্নে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।