ইমাম খাইর, সিবিএন
মিয়ানমারে নির্যাতিত হয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে কক্সবাজার পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মু. এরশাদ।
বৃহস্পতিবার বেলা পৌঁনে ১২ টায় বেসরকারী একটি বিমানে করে তিনি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। সেখানে অপেক্ষমান দলীয় নেতা কর্মীরা এরশাদকে স্বাগত জানান।
এরপর তিনি গাড়ীর বহরসহ ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওয়ানা দেন।
উখিয়ার কুতুপালং ও আশপাশের এলাকায় ত্রাণ বিতরণ শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে।
এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এএমপি, মেজর খালেদ আকতার, সোলায়মান আলম শেঠ, জেলা জাপা সভাপতি আলহাজ্ব মোহাং ইলিয়াছ এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোহিব্বুল্লাহ, এডভোকেট মোহাম্মদ তারেক, মুফিজুর রহমান, কক্সবাজারস্থ উত্তরবঙ্গ কল্যান সমিতির সভাপতি নীলফামারী-৩ আসন থেকে জাপার এমপি মনোয়ন প্রত্যাশী ডাঃ মোঃ বি আলমগীর প্রমুখ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।