প্রেস বিজ্ঞপ্তি :

মানবতার সেবায় রোহিঙ্গাদের জন্য জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতাকে আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার এক জরুরী সভা গতকাল সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বলেন ইতিমধ্যে মায়ানমার থেকে ফেরৎ অসহায় রোহিঙ্গাদের বাস্তব চিত্র দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজার আগমন করায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দ্দেশে সকলস্থরের নেতা কর্মীদের রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় মোকাবেলা করার জন্য বলেন, সভায় জেলা আওয়ামীলীগ কর্তৃক অসহায় রোহিঙ্গাদের পাশা দাড়াঁনোর জন্য সকল স্থরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান। বক্তব্যে আরও বলেন আওয়ামী লীগ সবসময় যে কোন দুর্যোগ মোকাবেলা করতে অব্যস্থ। নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম করে এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সভায় রোহিঙ্গা বিষয় ও ত্রাণ বিতরণের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন-মোস্তাক আহমদ চৌধুরী, অধ্যাপিকা এথিন রাখাইন, এড. আমজাদ হোসাইন, এড. ফরিদুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী রাজা, মোঃ শফিক মিয়া, রেজাউল করিম, এড. রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী (মেয়র), এড. ফরিদুল আলম, নাজনীন সরওয়ার কাবেরী, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, এড. আয়াছুর রহমান, ইউনুছ বাঙ্গালী, প্রিয়তোষ শর্মা চন্দন, ডা: মাহবুবুর রহমান, কানিজ ফাতেমা মোস্তাক, রাশেদুল ইসলাম, কাজী মোস্তাক আহমদ শামীম, আলহাজ্ব মকসুদ মিয়া, এ.টি.এম. জিয়া উদ্দিন জিয়া, এম. এ. মঞ্জুর, আবু তাহের আজাদ, আনোয়ার ইসলাম দুলাল, আমিনুর রশিদ দুলাল, ড. নুরুল আবছার, বদরুল হাসান মিলকী, মিজানুর রহমান, মাহামুদুল হক চৌধুরী, শহর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল বশর, উখিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনছারী, কৃষকলীগ সভাপতি রশিদ আহমদ, ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমদ জয়, সদর উপজেলা চেয়ারম্যান টিপু সুলতান, যুব মহিলা লীগ সভাপতি আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, আরো উপস্থিত ছিলেন-শহর আওয়ামীলীগ নেতা এ.বি. ছিদ্দিক খোকন, ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।