মোঃ নাছির উদ্দিন,রামু :
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন মহাসড়কে চট্টগ্রামমুখী মাছ পরিবহনকারী পিকআপ উল্টে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায়।
জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলা জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন ( চট্টমেট্টো- ড ১১-১২২৪ নাম্বার) মাছ পরিবহনকারী পিকআপটি চাকার এক্সেল ভেঙ্গে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে পিকআপের হেলপার আহত হয় বলে জানান জোয়ারিয়ানালা এলাকার আব্দুল খালেক। পিকআপটি উদ্ধার করতে দেরী হওয়ায় প্রায় সাত ঘন্টা রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে রামু হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসে। রামু হাইওয়ে থানার উপ-পরিদর্শক আকতার এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।