বিশেষ প্রতিবেদক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় নির্যাতনের শিকারে পালিয়ে আসা ৫২৩ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দেখতে যান রোহিঙ্গাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম হিন্দু পাড়ায় আশ্রয় নেয়াদের খোঁজখবর নেন এবং তাদের উপর নির্যাতনের নানা কথা মনযোগ সহকারে শুনেন।পরে আশ্রিত হিন্দুদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন ও ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট দীপংকর বড়–য়া পিন্ট ও ঐক্য পরিষদের সহ সম্পাদক চঞ্চল দাশগুপ্ত।
এসময় মন্ত্রী ওবায়দুল কাদের আশ্রয় নেয়া হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ৫০ হাজার টাকা প্রদান করেন।এসময় তিনি বলেন,কুতুপালং-এ আশ্রিত হিন্দু সম্প্রদায়ের লোকদের সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার করা হবে।পরে তিনি আশ্রিত হিন্দুদের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম,উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য আশেক উল্লা রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান,পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম,সাধারণ সম্পাদক উজ্জল কর,উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি সদস্য স্বপন শর্মা রনি,বিুল সেন,সাগর পাল,সুমন ও রাজীব উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।