জাহেদুল ইসলাম, লোহাগাড়া :
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-ক্সবাজার মহাসড়কে বার আউলিয়া কলেজ গেইট এলাকায় যাত্রীবাহী বাসে ধর্ষনের চেষ্টার অভিযোগে ৩ যুবককে ১ বছরের করাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম। ঘটনাটি গত ১২ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটে।
আটককৃতরা হল সাতকানিয়া উপজেলার করইয়ানগরের মৃত হরেন্দ্র লাল বড়ুয়ার পুত্র বাস চালক জনি বড়ুয়া (২৪), একই উপজেলার দক্ষিণ ঢেমশা পূর্ব গোয়াজরপাড়ার আবদুছ ছত্তারের পুত্র বাসের হেলফার মোঃ এহছান (২৬) ও চন্দনাইশ উপজেলার চাগাচর এলাকার অজিত নাথের পুত্র বাসের হেলফার বাবুল নাথ (২৩)।
লোহাগাড়া থানা সুত্রে প্রকাশ, থানা এলকায় রাত্রিকালিন ডিউতে এএসআই রুবেল সরকার ঘটনাস্থলে দাঁড়ানো অবস্থায় শাহ আমানত পরিবহণের একটি বাস দেখতে পান। এতে তার সন্দেহ হয়। পরে তল্লাশী চালিয়ে বাসের পিছনে একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা অবস্থায় মোঃ এহছানসহ অপর দু’জনকে আটক করেন।
সুত্রে জানা যায়, চট্টগ্রাম শহরে থেকে বাসটি কক্সবাজার যাচ্ছিল। মহিলাটি দোহাজারী হতে কক্সবাজার যাবার উদ্দশ্যে বাসে উঠে। লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে বাসটি আসলে অপরাপর যাত্রীরা নেমে যায়। এ সুযোগে বাসটি ঘুরিয়ে ঘটনাস্থলে গিয়ে থামিয়ে ওই মহিলাটিকে ধর্ষণের চেষ্টা করে। ওই মহিলা কক্সবাজারের বাসিন্দা বলে জানা গেছে।
আটকৃতদের ১৩ সেপ্টেম্বর লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করালে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ বছর করে সাজা দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।