সংবাদ বিজ্ঞপ্তি:
কঠিন সময়ে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আরাকানি রোহিঙ্গা শরণার্থী কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি মাস্টার আবদুর রহিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল্লাহ যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শোষিত মানুষের প্রিয় নেতা বঙ্গবন্ধুর কন্যা বিশ্বের নির্যাতিত মানুষের শিরস্ত্রান জননেত্রী শেখ হাসিনা গভীর মমত্ববোধ, অসীম আন্তরিকতা নিয়ে আরকান শরনার্থীদের বিষয়ে যে দৃঢ় ও ব্যাপক কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছেন তাতে আমরা এবং বিশ্ববাসী অভিভূত। আমাদের উপর বার্মা সেনাবাহিনীর ইতিহাসের ঘৃণ্যতম পাশবিক উম্মত্ততার সঠিক জবাব ধ্বনিত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্ঠে। অতুলনীয় এই দৃঢ়তা আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে, আস্থাবান করে তুলেছে স্বদেশের স্ব-ভূমিতে ফিরে যাবার।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে দীর্ঘ সুস্থ্য সফল এবং গৌরবোজ্জ্বল জীবন ও নেতৃত্বদান করুন।
আরাকানের নিষ্পেষিত জনগণের এ মর্মন্তদ আকুতি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন এবং বিশ্ববাসী শুনবেন।
আমরা আমাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি মানুষের এই অকৃত্রিম মমতাময়ী আশ্রয়ের ঠিকানা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।