জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি মিঠার দোকান এলাকায় বাস চাপায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধ চকরয়িা পহরচাঁদা এলাকার মৃত মো: জায়তুনের পুত্র।
এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। তবে, তাদের পরিচয় জানা যায়নি।
নিহত ব্যক্তি কক্সবাজার মূখি মাইক্রোবাস ( চট্টমেট্রো -চ ১১-৫৬৮৫) এর যাত্রী ছিলেন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল জলিল ঘটনাস্থল পরির্দশন করেন।
প্রত্যক্ষদর্শী মাইক্রোবাপসের যাত্রী সাগর জানান, চট্টগ্রাম মূখি হানিফ পরহিনের একটি বাস দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যান।
ঘাতক চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যায়।
রিপোর্ট লেখাকালে নিহতের মরদেহ ঘটনাস্থলে ছিল।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
দূর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটি তাদের হেফাজতে রয়েছে। হানিফ পরিবহনের বাসটি আটকের জন্য অভিযান চলছে।