হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে পৌরসভার চৌধুরী পুকুর থেকে এক শিশুর মৃত দেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিহত শিশু উপজেলাপাড়ার আবদুর রাজ্জাকের পুত্র রবিউল হাসান (১২)।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে ভাসমান শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শিশুটি স্থানীয় মাছ বাজারে প্রতিদিন পলিথিন ব্যাগ বিক্রি করে সংসারের ব্যয় নির্বাহ করতো। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইন উদ্দিন খান পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।