মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁও বাসস্টেশনস্থ গ্রামীন ফোন কনক টেলিকম সেন্টারের আজিজুল হক নামের এক কর্মচারী গত ৯ সেপ্টেম্বর রাতে দোকানের দেড় লক্ষ টাকা নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। টেলিকম সেন্টারের স্বত্ত্বাধিকারী সরওয়ার কামাল এ ঘটনায় মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। দোকান মালিক এ প্রতিবেদককে জানান, প্রতিদিনের ন্যায় দোকানের যাবতীয় হিসাব নিকাশ শেষে সে বাড়ীতে চলে যাওয়ার সুবাদে দোকান কর্মচারী (ঈদগড় ইউনিয়নের নিরিবিলি বউঘাটা গ্রামের মোস্তফা কামালের পুত্র) আজিজুল হককে পরদিন সকালে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা বলে চলে যায়। রাতে আজিজুল হকের সাথে থাকা আরেক কর্মচারী মিজানকে এক বন্ধুর বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে সে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তার নিজ বাড়ী ও আত্মীয় স্বজনদের এমনকি সম্ভাব্য স্থানে খোঁজাখুজি ও সে তার অবস্থান সম্পর্কে সঠিক ঠিকানা না দেওয়ায় তাকে আটক করা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় আজিজুল হককে বিবাদী করে দোকান মালিক সাধারণ ডায়েরী করেছেন। এদিকে আজিজুল হকের পিতা মোস্তফা কামালের সাথে ছেলের সন্ধান চাইলেও দোকান মালিক সরওয়ারকে একেক সময় একেক রকম কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করে। ছবি দেখে যদি তার কেউ সন্ধান দিতে পারলে (০১৮১৮-০১৯৯৩৮) তাকে পুরষ্কৃত করা হবে।
ঈদগাঁওতে দোকান কর্মচারী দেড় লক্ষাধিক টাকা নিয়ে উধাও
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।