নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজারে আসছেন বিএনপির শক্তিশালী একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার বিমান বন্দরে পৌছাবেন। এই দলটি পরদিন বুধবার (১৩ সেপ্টেম্বর) রোহিঙ্গাদের জন্য স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করবেন এবং ত্রাণ বিতরণ করবেন।
বিএনপির এই প্রতিনিধি দলের কক্সবাজার সফরকে ফলপ্রসূ করতে জেলা বিএনপির এক প্রস্তুতি সভা সোমবার সন্ধ্যায় দলের জেলা কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। জেলা সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল ও সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার পরিচালনায় অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় কেন্দ্রীয় প্রতিনিধি দলটির কক্সবাজার সফর, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং ত্রাণ বিতরণের কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, প্রতিনিধি দলটি মঙ্গলবার কক্সবাজার পৌঁছালেও প্রতিনিধিরা পরদিন বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।
এই সফরে বিএনপির প্রতিনিধি দলে আরো থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, প্রতিনিধি দলের সফরকে কার্যকর ও সফল করতে বেশ কিছু উপ-কমিটিও গঠন করা হয়েছে। দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা এই সব কমিটির দায়িত্বে রয়েছেন।
সভায় বিএনপির জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে তাঁর শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।