শফিক আজাদ, সীমান্ত থেকে ফিরে :

নাফ নদীর পাড়ে, খোলা আকাশের নিচে সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী। নাম হাছিনা বেগম(৩৫)। স্বামী নাছির মোহাম্মদ(৪৫)। মিয়ানমারের তমবাজার এলাকার বাসিন্দা। মিয়ানমার রাখাইন রাজ্যে শুরু হওয়া সহিংসতা পরবর্তী ৬দিন পায়ে হেটে পৌছেন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ওপারে কোয়াংচিবন এলাকায়। রোববার সকালে ১০টায় সেখানে থেকে কৌশলে এপারে চলে এসে আশ্রয় নেন উখিয়া সীমান্তের পালংখালী আঞ্জুমানপাড়াস্থ নাফ নদীর পাড়ে। এক দিকে মিয়ানমারের সেনা বাহিনীর নির্যাতনে দেশ ছেড়ে পালিয়ে আসার লোম হর্ষক বর্ণনা, অপরদিকে সন্তান প্রসব যন্ত্রণা। উভয়ের মাঝে অসহায় ক্ষুর্ধাত্ব হাছিনা বেগম। পাশে ছিলেন একমাত্র স্বামী আর ঝাঁ। ঝাঁ’ মর্জিনা বেগম আর স্বামী’র সহযোগিতা নিয়ে বেলা সাড়ে ১২টায় কাদামাটিতে সন্তান প্রসব করেন হাছিনা। দুপুর দেড় টায় কথা হয় হাছিনার সাথে। তখন সে এ প্রতিবেদককে জানান, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমার ছেলে বাংলাদেশের অভ্যন্তরে জন্ম নিয়েছে। ক্ষুর্ধার জ¦ালায় কাতর হয়ে আসছে শরীর। ধীরে ধীরে দুর্বলতা অনুভব করছি। খোলা আকাশের নিচে বৃষ্টি হলে কি করব এই চিন্তা আছি। সন্তানের নাম কি রাখবে এমন প্রশ্নের জবাবে হাছিনা বেগম ও স্বামী নাছির মোহাম্মদ বলেন, মুসলমানদের উপর জুলুম,নির্যাতনের মাসে সন্তানের জন্ম হওয়ায় নাম রাখব জিহাদ হোসেন।