হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জন নারীসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অর্থদন্ড দেয়া হয়েছে। রবিবার ১০ সেপ্টেম্বর টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ হোসেন সিদ্দিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা জানান রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করা, টাকার জন্য রোহিঙ্গাদের জিম্মী করে রাখা এবং মাকদদ্রব্য সেবন করে মা-বাবাকে মারধর করার অপরাধে এদেরকে সাজা দেয়া হয়েছে। টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ হোসেনের পুত্র রহিমুল্লাহকে (২১) মাকদদ্রব্য সেবন করে মা-বাবাকে মারধর করার অপরাধে ৬ মাসের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করা এবং টাকার জন্য রোহিঙ্গাদের জিম্মী করে রাখার অপরাধে অপর দন্ডিতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া গ্রামের আলী আহমদের পুত্র মোঃ শামসুল আলম (৩২), একই গ্রামের হোছন আহমদের স্ত্রী মিনারা আক্তার (৩২), মৌঃ জহির আহমদের ২ কন্যা রেহানা আক্তার (১৮) এবং হাবিবা আক্তার (১৬), হোয়াইক্যং মডেল ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের মৃত হাজী জাফর আলীর পুত্র মোঃ ইসহাক (৪২), টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামের আবদুর রহমান (৩৩), আবদুচ্ছালাম (৩০), আবদুর রহিম (৩০)। শেষোক্ত ৩ জনের মধ্যে ১ জনকে ৩ মাস এবং অপর ২ জনকে ৫ মাস করে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। ৩ জন নারীকে বিশেষ বিবেচনায় ২ হাজার টাকা করে অর্থদন্ড এবং অপর ২ জনকে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেয়া হয়। তিনি আরও জানান এ অভিযান অব্যাহত থাকবে।