প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মেডিকেল টীম পাঠিয়েছেন বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের প্রতিষ্টাতা সভাপতি শ্রীপাদ নিত্যানন্দ গোস্বামী নয়ন। আর তাঁরই প্রতিষ্ঠিত মানব সেবা সংঘ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দরা মানবতার সেবায় এগিয়ে এসে সৃষ্টি করেছে অনন্য দৃষ্টান্ত। মেডিকেল অফিসার ডাঃ সুকান্ত শর্মা, ডাঃ দিপংকর বিনোদ শর্মা ও ডাঃ কমল হরি পালের সমন্বয়ে এবং মানব সেবা সংঘ জেলা শাখার সভাপতি ছোটন কান্তি দে’র নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল টীমটি প্রায় সহস্রাধিক আশ্রয় নেয়া লোককে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন-মানব সেবা সংঘের জেলা সাধারণ সম্পাদক রন রুদ্র, অর্থ সম্পাদক নরুপ শীল, সিনিয়র সদস্য সমির কান্তি দে, শিবলু পাল, সুমন শীল, টিটু রাম দে, রাজিব পাল, পরিধন কান্তি দে, মিটন কান্তি দে, রিপু রুদ্র, সুধন শীল, কাজল দাশ, রুবেল পাল, সুজন পাল, নয়ন দে, প্রকাশ দে, শ্রীবাস পাল, কাজল কান্তি দে, মধু শীল, তপন রুদ্র, কাজল পাল, সুমি প্রভা দে, মিনাশ্রী দে, কল্পনা শর্মা, কল্পনা দাশ, রুবি দে, সুজাতা রায়, সিমু পাল, সইব্বা দে প্রমুখ। মানব সেবা সংঘের জেলা সভাপতি ছোটন কান্তি দে জানান-প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবা সংঘ মানবতা আর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।