আব্দুর রশিদ, বাইশারী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চাক সম্প্রদায়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তি উপজেলার ২৭৮নং বাইশারী মৌজার চাক হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত ঞজাইহ্লা চাকের পুত্র পাথুইয়ে চাক (৪৭) এর বলে শনাক্ত করেছে তার পরিবার।
১০ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৮ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের গর্জই ছড়া থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
স্ত্রী পৌদি চাক জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরেও চাক হেডম্যান পাড়া থেকে প্রায় দুই কি.মি. পূর্ব দিকে নিজের খামার বাড়ী দেখাশুনা ও গরু চড়ানোর জন্য বের হয়ে যান তার স্বামী। সন্ধ্যায় পালিত গরু ফিরে আসলেও ফিরে আসেনি পাথুইয়ে চাক। রাতে অনেক জায়গায় খোজাখুজি করার পর না পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানান পরিবারের সদস্যরা। পরে রবিবার সকালে পরিবারের সদস্যসহ এলাকা লোকজন নিয়ে আবারো খোজাখুজি করতে গিয়ে গর্জই ছড়া গহীন পাহাড়ী এলাকায় উপুড় অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে ঘটনাটি পুলিশকে জানায়।
খবর পেয়ে তাৎক্ষনিক বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যান। পরে তিনি স্থানীয়দের নিয়ে ঘটনাস্থল থেকে পাথুইয়ে চাকের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলম, ইউপি সদস্য আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ইউপি সদস্য আব্দুর রহিম। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত ছাতা, স্যান্ডেল, মোবাইল অক্ষত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় চাক হেডম্যান পাড়ার বাসিন্দা মংয়ে চাক জানান, নিহত পাথুইয়ে চাক একজন ভাল মানুষ ছিল। এলাকায় কাহারো সাথে তার কোন ধরনের বিরোধ ছিলনা।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা জানান, হাতির তাড়া খেয়ে হয়ত পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। কারণ লাশের আশেপাশে হাতির পায়ের ছাপ লক্ষনীয়। তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাথুইয়ে চাকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।