এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে এক হাজার পিস্ ইয়াবা বডিসহ মোহাম্মদ ছিদ্দিক (৩২) নামের এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় চট্রগ্রামগ্রামী একটি মাইক্রোবাসে তল্লাসি করে তাকে আটক করে মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির পুলিশ।
আটককৃত ছিদ্দিক মিয়ানমারের মংডু জেলার আবুল কালামের ছেলে। তিনি কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বসবাস করতেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামগামী একটি মাইক্রোবাস তল্লাসি করে এক হাজার পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের নাগরিক মো.ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।