মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে বিপজ্জনক খাদে গাড়ি পতিত হয়ে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। শুক্রবার রাত ১২টার দিকে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী একটি হানিফ বাস (চট্টমেট্রো ব-১১-০২৫৮) মহাসড়কের খুটাখালী ইউনিয়ন পরিষদের সামনে খাদে পড়ে যায়। তবে এতে মারত্বক হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তবে উল্লেখিত খাদে পড়ে ইতিপূর্বে বেস কয়েকটি দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। স্থানীয় লোকজন জানায় খুটাখালী ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে যে কোন সময় মারত্বক দুর্ঘটনায় প্রাণহানী ঘটতে পারে। এমতাবস্থায় উল্লেখিত ঝুঁকিপুর্ণ স্থানে মাটি ভরাট করে খাদটি সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। এদিকে দুর্ঘটনার সত্যতা জানায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মোঃ রুহুল আমিন।