ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালীতে চালকের অসতর্কতায় নিজ গাড়ী এক কিশোর হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর সকালে মহেশখালীর গোরকঘাটা -শাপলাপুর সড়কের নাকাটা এলাকায় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম মোঃ রিফাত (১২)। সে মহেশখালীর শাপলাপুর বারইয়া পাড়া এলাকার আব্দু শুক্কুর ছেলে।
জানা যায়,হেলপার রিফাত চলন্ত অবস্হায় গাড়ীর উপরে ছাদে ছিল। চালক দ্রুত কড়া ব্রেক করায় রিফাত গাড়ীর ছাদ থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় মারাত্নক অাঘাত প্রাপ্ত হয়। এতে ঘটনাস্হলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
মহেশখালীতে চলন্তগাড়ীর ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
