পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আজ উপজেলা যুবদলের সভাপতি জেড এম মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট এবং সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত কমিটিতে জাহাঙ্গীর আলমকে সভাপতি, এস এম আমিন উল্লাহকে সাধারণ সম্পাদক, আব্দু শুক্কুরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামি ১ মাসের মধ্যে উক্ত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামি দিনের গণতন্ত্রিক ও ভোটাধিকার আন্দোলনের সঠিক নেতৃত্ব দিতে ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাদের পদায়ন করে উপজেলাব্যাপী যুবদলের ইউনিয়ন কমিটি ঘোষণা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকী কমিটিগুলোও ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দরা।