প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশে আগত লক্ষাধিক রোহিঙ্গাদের মানবেতর জীবন-যাপন অবস্থায় খেলাফত মজলিসের ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু করেছেন। গতকাল কেন্দ্রীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে কয়েক হাজার মানুষের মধ্যে খিচুড়ী, শুকনা খাবার, বস্ত্রসহ ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ তৎপরতায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কক্সবাজার জেলা নেতৃবৃন্দ, উখিয়া উপজেলা নেতৃবৃন্দ, টেকনাফ উপজেলা নেতৃবৃন্দ ও ছাত্র মজলিসের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জোন পরিচালক মাওঃ নুরুল আলম আল মামুন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জোন পরিচালক মাওঃ তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক মাওঃ খুরশিদ আলম, কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ মুফতি আবু মুছা, জেলা সহ-সভাপতি মাওঃ ছিদ্দিক আহমদ, মাওঃ হাফেজ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ জুনাইদ মাহমুদ শাহেদ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আবু রাফাত, হাফেজ সিরাজুল মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ শহিদুল্লাহ নাঈম, কক্সবাজার শহর সভাপতি হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, টেকনাফ উপজেলা সভাপতি মাওঃ হাফেজ ইব্রাহিম, সদস্য মাওঃ আবদুল মাবুদ, উখিয়া উপজেলা সদস্য হাফেজ মাওঃ জহুর আহমদ, ছাত্র মজলিস উখিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মোর্শেদ প্রমুখ।