মহেশখালী সংবাদদাতা :
মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী ‘ছৈয়দ্যা’ পুলিশের হাতে গ্রেপ্তার। ৮ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেকেন্ড অফিসার এসআই শাওন দাশ ও এসআই শাহেদের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২ ডজন খানেক মামলার আসামী উত্তরকূল এলাকার মকবুল আহমদের পুত্র ছৈয়দুল করিম প্রকাশ ছৈয়দ্যা (৩০) কে গ্রেপ্তার করেছে। থানা সুত্রে জানা গেছে, জিআর-০৫/২০০০, ৪২/২০১১ (২টি), ১৪৯/২০১১, ১৪৭/২০১১, ১২০/২০০৬। সিআর-৪৯/২০০৭ (সাজা), ২৯/২০০৭ (সাজা), ৩১/২০০৯ (সাজা), ৫০/২০০৯, ০৭/২০০৯, ৫৬/২০০৭, ৩১/২০০৯, ৪৬/২০০৭, ২০/২০১০, ৫৫/২০০৭, ৫৮/২০০৭, ২৯/২০০৭, ৫৯/২০০৭ মামলা গুলি রয়েছে। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সেকেন্ড অফিসার এসআই শাওন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ছৈয়দ্যা কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।