মহেশখালী সংবাদদাতা :

মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী ‘ছৈয়দ্যা’ পুলিশের হাতে গ্রেপ্তার। ৮ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেকেন্ড অফিসার এসআই শাওন দাশ ও এসআই শাহেদের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২ ডজন খানেক মামলার আসামী উত্তরকূল এলাকার মকবুল আহমদের পুত্র ছৈয়দুল করিম প্রকাশ ছৈয়দ্যা (৩০) কে গ্রেপ্তার করেছে। থানা সুত্রে জানা গেছে, জিআর-০৫/২০০০, ৪২/২০১১ (২টি), ১৪৯/২০১১, ১৪৭/২০১১, ১২০/২০০৬। সিআর-৪৯/২০০৭ (সাজা), ২৯/২০০৭ (সাজা), ৩১/২০০৯ (সাজা), ৫০/২০০৯, ০৭/২০০৯, ৫৬/২০০৭, ৩১/২০০৯, ৪৬/২০০৭, ২০/২০১০, ৫৫/২০০৭, ৫৮/২০০৭, ২৯/২০০৭, ৫৯/২০০৭ মামলা গুলি রয়েছে। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সেকেন্ড অফিসার এসআই শাওন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ছৈয়দ্যা কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।