নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া :

কুতুবদিয়ায় পুলিশ ও কোষ্টগাডের্র পৃথক পৃথক অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার, বৃহস্পতি ও শুক্রবারে বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয় বলে থানা সূত্র জানিয়েছে।

গত ৬ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলা সদরের মেডিকেল গেইট থেকে উত্তর বড়ঘোপের মৃত জাকের আহাম্মদের ছেলে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আনোয়ার হোছাইন (৩২) কে আটক করে পুলিশ। একই দিন রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়ঘোপ বাজার থেকে চাঞ্চল্যকর কালামিয়া হত্যা মামলার আসামী আলী আকবর ডেইল কাহার পাড়ার মৃত বাদশার ছেলে মোঃ পারভেজ (১৬) কে গ্রেপ্তার করে থানার চৌকস অফিসার এ.এস.আই জাহেদুল আলম। এ দিন মধ্যম কৈয়ারবিলের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ কাশেম (৩৬) ও নুরুল ইসলামের ছেলে শফি আলম (২২) নামে যৌতুক মামলার আরো দুই আসামী আটক করা হয়।

৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে বড়ঘোপ মেডিকেল গেইট থেকে কৈয়ারবিল আনু হাজির পাড়ার দুর্ধর্ষ ডাকাত ফেরদৌস (৩৫) কে আটক করে এ.এস.আই জাহেদুল আলম। রাতের অভিযানে লেমশীখালীর ডাকাতের আস্তানা থেকে উত্তর ধূরুং বাঁকখালীর আব্দু রহমানের পুত্র অপহরণ মামলার আসামী গিয়াস উদ্দিন বাদশা (৩৩) ও হাজারিয়া পাড়ার সিরাজুল মোস্তফার পুত্র জকির (৪০) কে আটক করে থানা পুলিশ। রাত ১০টার দিকে ধুরুং বাজার থেকে দক্ষিণ ধূরুং নুরার পাড়ার জেল খাটা ইয়াবা ব্যবসায়ি রমজান আলীকে (৪৬) অর্ধশত ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ।

এছাড়া গতকাল (শুক্রবার) ভোর রাতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে কুতুবদিয়া-ছনুয়া চ্যানেল থেকে বাশখাঁলীর খানকাবাদ এলাকার জসীম উদ্দিন (৩০) নামের এক ডাকাতকে ২টি বন্দুক ও কয়েকটি কিরিচ/ছোরা সহ আটক করে থানায় হস্তান্তর করেছে বলে থানার ওসি (তদন্ত) রোমেল বড়–য়া জানান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস পুলিশ ও কোষ্টগাডের্র পৃথক অভিযানে ৯ জনকে আটকের বিষয় নিশ্চিত করেছেন এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।