নুরুল কবির, বান্দরবান:
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপির নেতা কর্মীদের মানববন্ধন ও সমাবেশ করতে দেয়নি পুলিশ।

শুক্রবার সকালে বাজার এলাকার ২নং গলি সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মানববন্ধন ও সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতা কর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। পরে লাঠি পেটার চেষ্টা করলে ছত্র ভঙ্গ হয়ে যায়।

বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার জানান, বাজারের ২নং গলির সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা কর্মীরা জড় হয়ে মানববন্ধন করছিল। এ সময় কোনো কারণ ছাড়াই পুলিশ এসে ব্যানার কেড়ে নেয় ও নেতা কর্মীদের উপর হামলার চালানোর চেষ্টা করে।

এছাড়াও ঘটনাস্থল থেকে জেলা যুবদলের সদস্য মো: সফি আটক করে নিয়ে গেছে বলেও জানান তিনি।