সংবাদ বিজ্ঞপ্তি:
চকরিয়া উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক সিরাজুল ইসলাম হেলালীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক আবুল কাসেম ও সাধারণ সম্পাদক সাংবাদিক ইমাম খাইর।
গণমাধ্যমে প্রেরিত শোক বাণীতে তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত ও শোকাহত স্বজনের প্রতি সমবেদনা জানান।
মাস্টার সিরাজুল ইসলাম হেলালী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়িস্থ নিজ বাস বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ২ মেয়ের জনক ছিলেন।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকালে ১১ টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুম মাস্টার সিরাজুল ইসলাম হেলালী উত্তর ফুলছড়ি এলাকার মৃত আব্দু ছৈয়দের ছেলে। তিনি ১৯৮৪ সালে ফুলছড়ি মাদরাসা প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষকতা করে আসছেন।
ব্যক্তি জীবনে তিনি সহজ সরল সাদাসিধে জীবন ধারণে অভ্যস্ত ও নিরহংকারী পরোপকারী ছিলেন।
মরহুম মাস্টার সিরাজুল ইসলাম হেলালী খুটাখালীর সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আবছার হেলালীর চাচা। তিনি দীর্ঘদিন লিভার থিসিস রোগে ভোগছিলেন।
সিরাজুল ইসলাম হেলালী ফুলছড়ি মাদ্রাসার শিক্ষকতা দিয়ে জীবনের ইতি টানেন। রামুর ঈদগড় হাই স্কুলে শিক্ষকতার মধ্যদিয়ে শুরু করেন কর্মজীবন।