সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) :

চকরিয়া উপজেলার খুটাখালীর বীর মুক্তিযোদ্ধা জাকের আহমদ প্রকাশ টুনা মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি …… রাজেউন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চট্রগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের মাইজ পাড়ার মরহুম বাছা মিয়া তালুকদারের পুত্র এবং মরহুম মুক্তিযোদ্ধা জালাল আহমদের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৩ কন্যাসহ অসংখ্য আত্মিয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আগামী কাল শুক্রবার বাদে জুমা কিশলয় স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যদায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ভাতিজা জাহেদ লতিফ তালুকদার।