এম আবুহেনা সাগর, ঈদগাঁও

চট্রগ্রাম ককসবাজার মহাসড়কের ইসলামাবাদে  বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছে। ৭ সেম্পেম্বর দুপুর বারটার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

তথ্যমতে,চট্রগ্রামমুখী ষ্টার লাইন পরিবহনকে ককসবাজার মুখী সোহাগ পরিবহন ঐ এলাকায় ক্রসিং করার সময় ধাক্কা লাগলে মুহুতের মধ্য ষ্টার লাইন গাড়ীটি মহাসড়কের পশ্চিম দিকে সম্পুন্ন রুপে উল্টে যায়, পাশাপাশি পূর্ব পাশে সোহাগ গাড়ীটি নেমে পড়ে।  তবে চট্রগ্রামমুখী পরিবহনের হেলপারের হাতে ও মাথায় গুরুত্বর জখম হলেও অন্তত ১০/১২ জন ঐ গাড়ীর যাএী আহত হন বলে আশরাফ নামের অপর এক যাএী দেশ বিদেশের এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই  মালুমঘাট হাইওয়ে পুলিশকে ঘটনাস্হলে দেখা গেছে। হাইওয়ে পুলিশের এসআই সেলিম জানান, এ সড়ক দুর্ঘটনায় বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন সামান্যতম আহত হয়েছে।