জাহাঙ্গীর বাঙ্গালী, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসস্টেশনে আজ বিকেলে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক জাহাঙ্গীর বাঙ্গালী। বিশিষ্ট রাজনৈতিক নেতা মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ এম. মনজুর আলম, শ্রমিক নেতা আবু তাহের মুন্না, শফিউল আলম শান্ত, যুবনেতা শওকত আলম ও নুরুল আবছার প্রমুখ। বক্তারা বলেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ট দেশ মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু আমেরিকাসহ জাতিসংঘ এসব নির্যাতনের নিরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। তারা এসময় অংসান সুচির শান্তি পুরস্কার প্রত্যাহারের পাশাপাশি হত্যা, নির্যাতন বন্ধের দাবী জানান। এ মানববন্ধনে হাজার হাজার সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণ করতে দেখা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।