সিবিএন

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে ৬ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে প্রশাসনের মোবাইলকোর্ট। ৬ সেপ্টেম্বর বিকাল থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত এসব দালালকে বিনাশ্রম দন্ড প্রদান করেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমা।

সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফের শামলাপুরের মোহাম্মদ উল্লাহর ছেলে জুবায়ের হেলাল (৩৭) ৬ মাস, মহেশখালীয়া পাড়ার ফজল আহমদের ছেলে আবুল কাশেম (২৮) ৩ মাস, বড় ডেইল এলাকার আবুল হোছনের ছেলে জালাল উদ্দিন (২৭) ২ মাস, লেংগুরবিল এলাকার মকবুল আহমদের ছেলে মোস্তাক মিয়া (৪০) ২ মাস, শামণাপুরের সুলতান আহমদের ছেলে কালা মিয়া (৪৫) ২ মাস এবং মোজাহের মিয়ার ছেলে ছৈয়দ আলম (৩৭)কে দুই মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, টেকনাফের শাপলাপুর এলাকায় কিছু সংখক দুস্কৃতিকারী মায়ানমার হতে পালিয়ে আসা রহিঙ্গা শরনার্থীদের নিকট হতে অর্থ আদায়ের উদ্দেশ্যে অবরুদ্ধ করে রেখে তাদের উপর নির্যাতন করছে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে ৬ দালাল আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।