হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের লক্ষ্য করে বেপরোয়া গুলি বর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। তাদের ছোড়া কিছু তাজা বুলেট নাফ নদী পেরিয়ে এপারের উলুবনিয়া গ্রামে এসে পড়েছে। এতে সীমান্ত এলাকার লোকজন আতংকিত হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

উক্ত এলাকার ইউপি সদস্য হাজী জালাল আহমদ জানান ৬ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ ব্রাশ ফায়ারের শব্দ শোনা যায়। পরবর্তীতে জানা গেছে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের লক্ষ্য করে বেপরোয়া গুলি বর্ষণ করেছে। তবে বাংলাদেশী কোন নাগরিক আহত হয়নি। অনেকে উক্ত বুলেট সংগ্রহ করেছেন ।