এম.জিয়াবুল হক,চকরিয়া :

চকরিয়ায় অফিস শেষ করে বাড়ি ফেরার পথে বখাটে যুবকের হামলায় রাশেদা বেগম (৩০) নামের এক নারী স্বাস্থ্য কর্মী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধারে এগিয়ে এসে হামলায় আহত হয়েছে পরিবারের অপর তিন সদস্য। মঙ্গলবার রাত আনুমানিক সাতটার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আহত অন্যরা হলেন রাশেদা বেগমের ভাবী হোসনে আরা, শিশু মেয়ে রিহামনি ও ভাতিজা আবদুল্লাহ। তাদের মধ্যে গুরুতর আহত রাশেদা বেগমকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শাররীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে।

আহত রাশেদা বেগম জানান, ওইদিন বিকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নস্থ স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালন করে তিনি বড় ভাবী হোসনে আরা ও ভাতিজা আবদুল্লাহ এবং তাঁর শিশু মেয়ে রিহামনিকে চকরিয়া সদরে মার্কেটে যান। রাত সাতটার দিকে কেনাকাটা শেষে একটি টমটম গাড়িতে করে বাড়ি ফেরার পথে জিদ্দাবাজারের পশ্চিম পাশে পৌছলে সেখানে আগে থেকে উৎপেতে থাকা বখাটে নেজাম উদ্দিন অকর্তিক গাড়ি থামিয়ে তাঁর (রাশেদার) উপর হামলা করে।

রাশেদা বেগম জানান, হামলার এক পর্যায়ে বখাটে নেজাম তাঁর শ্লীলতাহানির চেষ্ঠা করে। ওইসময় তাকে বাঁচাতে চেষ্ঠা করলে ভাবী হোসনে আরা ও দুই শিশু ছেলে-মেয়েকে মারধর করে বখাটে নেজাম। ঘটনার সময় তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত বখাটে পালিয়ে যায়। বখাটে নেজাম উদ্দিন লক্ষ্যারচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্যারচর গ্রামের আবুল ফতাহ’র ছেলে এবং সদ্য বিদেশ ফেরত বলে নিশ্চিত করেন আহত রাশেদা।

আহত স্বাস্থ্য কর্মী রাশেদার ভাই মোহাম্মদ ফারুক জানান, তার বোন রাশেদার বিয়ে হয়েছিল উপজেলা ডুলাহাজারা ইউনিয়নে। সেই ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী ৭ বছর আগে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ থাকার কারণে বর্তমানে তার বোন বাবার বাড়িতে থেকে লক্ষ্যারচর ইউনিয়ন পরিবার পরিকল্পা স্বাস্থ্য অধিদপ্তরে মাঠ কর্মী হিসেবে চাকুরী করছেন।

মোহাম্মদ ফারুক অভিযোগ করেছেন, তার ভগ্নিপতি নিখোঁজের খবর জেনে বখাটে নেজাম উদ্দিন অনেকদিন ধরে তাঁর বোনকে (রাশেদা বেগম) নানাভাবে উক্তক্ত্য করে আসছে। এমনকি জোর করে বিয়ে করারও চেষ্টা করছে। আমরা পারিবারিকভাবে জেনেছি, বখাটে নেজাম বিবাহিত। সেই কারনে তাঁর সাথে আমার বোনের বিয়ে দিতে রাজি হয়নি। মুলত ওই ঘটনার জের ধরে সর্বশেষ মঙ্গলবার রাতে অভিযুক্ত নেজাম পথরোধ করে আমার বোনের ওপর হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহত রাশেদা বেগমের ভাই ফারুক।