কালেরকন্ঠ :
টেকনাফের হোয়াইক্যং-এর খারাংখালির রাখাইন পল্লীতে স্বর্ণকার উসামং মাইং-এর স্বর্ণের দোকানে হামলার চেষ্টা হয়েছে মঙ্গলবার সকালে। স্থানীয় ফয়েজ উদ্দিন জিকু নামের যুবলীগের টেকনাফ উপজেলার নেতা এবং তাবলীগ জামায়াতের নেতা এ হামলার চেষ্টা করেন।

এ সময় সে গালাগালি করে এ দেশে রাখাইনরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, দোকান বন্ধ রাখতে হবে। খরব পেয়ে পুলিশ এগিয়ে আসলে সেই যুবলীগ নেতা পালিয়ে যায়। বর্তমানে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দিন।

এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা রাখাইন পল্লী পাহারায় রয়েছে।