প্রেস বিজ্ঞপ্তি:
দেশের প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে মিয়ানমার থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রণমেন্ট সোসাইটি(ইয়েস) কক্সবাজার। ৫ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আবান জানানো হয়।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান ও প্রধান নির্বাহী এম.ইব্রাহিম খলিল মামুন যৌথভাবে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে,২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর অভিযানের নামে সাধারণ মানুষে ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোসহ নানা নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের সংখ্যা দেড়লাখেরও বেশী বলে মনে করছেন স্থানীয়রা। পালিয়ে আসা এসব রোহিঙ্গারা নিজেদের ইচ্ছেমত বনভুমি দখল করে পাহাড় ও গাছ কেটে বসতি তৈরী করছে। আবার এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু মানুষ বনভুমি দখল করে প্লট তৈরী করে দখল স্বত্ত বিক্রি করছে। এসব কারণে বর্তমানে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। শ্রী-হীন হয়ে পড়ছে পর্যটন শহর কক্সবাজার। গত কয়েকদিন ইয়েস-কক্সবাজারের একটি টিম বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও উখিয়া-টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলে পরিবেশ বিধ্বংসী এসব কর্মকান্ড প্রত্যক্ষ্য করে।
তাই পরিবেশবাদী সংগঠন ইয়েস-কক্সবাজার মনে করে-অসহায় রোহিঙ্গাদের সবাই সহযোগীতা করতেই পারেন, দেখাতে পারেন সহানুভুতিও কিন্তু দেশের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে নই। সুতরাং পর্যটন শহরের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে এসব সহায়তা করার আহবান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।